পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ
MostPlay

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ। জীবনে অন্তত একবার হজ করা ফরজ আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের ক্ষেত্রে। করোনা মহামারি শুরু হওয়ার আগে প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ হজ করতে ইসলাম ধর্মের দুটি পবিত্র স্থানে যেতেন।কিন্তু করোনা ভাইরাসের কারনে এবার এবার হজের সুযোগ পাচ্ছেন সৌদিতে বসবাসকারী ১৫০ টি দেশের মাত্র ৬০ হাজার মুসল্লি। গতবার যার সংখ্যা ছিল ১০ হাজার।

আজ (১৭ জুলাই) থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবে আজ সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত মক্কায় উপস্থিত হবেন মুসল্লিরা। ১২ জিলহজ পর্যন্ত, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন হাজিরা। পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল কার্যক্রম।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা হজ পালন করবেন তাদের সবাইকে টিকা দেয়া হয়েছে এবং তাদের বয়স ১৮-৬৫ বছর।

আল-আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছিল, বিভিন্ন স্থানে হাজিদের সেবা দিতে ৪৫টি স্ট্রোক সেন্টার থাকবে। জাবালে রহমত এলাকায় ২৩টি ও মিনা প্রান্তরে থাকবে ২২টি। এছাড়াও ৪২টি নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকবে। হজের স্থানগুলোতে চিকিৎসাসেবা দিতে কাজ করবে ৩২টি চিকিৎসক দল ও ৩৬টি অ্যাম্বুলেন্স।

মন্তব্যসমূহ (০)


Lost Password