চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার
MostPlay

চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জে র‌্যাব-৫ এর অপারেশন দল পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১ কেজি ৯’শ ৭০ গ্রাম হেরোইন ও আমদানী নিষিদ্ধ ভারতীয় ১৩৮ বোতল ফেনসিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 

গ্রেফতার কৃত আসামীরা হলেন - মোঃ আবুল হায়াত (২৫), পিতাঃ- মোঃ তাজামুল হক, মাতা- মোছাঃ কুলসুম বিবি,সাং-বিনোদনগর, ইউপি-দাইপুকুরিয়া,এবং অপর আসামী- মোঃ জসিম উদ্দিন (৩০), পিতা-মোঃ সহিমুদ্দিন, মাতাঃ-মোছাঃ রুলেখা বেগম, সাং-কানসাট কলোনী, ইউপি-কানসাট, উভয়ের থানা-শিবগঞ্জ  জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল জানতে পারে শিবগঞ্জ পৌরসভার রসুলপুর মোড়ের ফাতেমা কনফেকশনারী দোকানের সামনে দিয়ে সিএনজিতে করে এক ব্যক্তি আজ মঙ্গলবার বিকেলে অবৈধ মাদকদ্রব্য নিয়ে কানসাট থেকে চাঁপানবাবগঞ্জ সদরে দিকে আসছে। এ খবর পেয়ে র‌্যাব সদস্যরা চেকপোষ্ট পরিচালনা করে সিনজিতে থাকা আবুল হায়াতকে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক করে।

অপর এক অভিযানে ১৭ মে রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি অপারশন দল জানতে পারে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী টাওয়ারে বিজিবি চেকপোষ্ট হতে ২০০ গজ উত্তর দিকে জনৈক মহিজ উদ্দিন এর টিনসেড বাড়ীর সামনে মাদকদ্রব বিক্রি হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে  উপস্থিত হয়ে মোঃ জসিম উদ্দিনকে ভারতীয় ১৩৮ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে।  

উক্ত দুই মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায়  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০২টি নিয়মিত মামলা রুজু করা রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password