পুরো এক বস্তা টাকা রাস্তায় ফেলে গেল ভিক্ষুক

পুরো এক বস্তা টাকা রাস্তায় ফেলে গেল ভিক্ষুক
MostPlay

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পাবনা বাসস্ট্যান্ডে জমানো টাকার পুরো  বস্তাটাই ফেলে গেছেন এক নারী ভিক্ষুক। বস্তার ভিতরে টাকাগুলো জড়ানো পেচানো ছিলো। উৎসুক জনতা টাকাগুলো গুনে পৌরসভায় জমা দেন। 

রবিবার (৩০ মে) রাতে বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জাকির হোসেন বলেন, এক নারী ভিক্ষুক টাকাগুলো জমিয়েছেন। কিন্তু তিন দিন ধরে তিনি নিখোঁজ। আমরা তার সন্ধান করে টাকাগুলো বুঝিয়ে দেবো। 

স্থানীয় ব্যবসায়ী ও মহল্লাবাসীর বরাত দিয়ে মেয়র আরও বলেন, বনপাড়া বাসস্ট্যান্ডে ওই নারী থাকতেন। দেখে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হতো সবার। ছেঁড়া কাপড়ে জড়িয়ে থাকতেন। কোথা থেকে এসেছেন তা কেউ জানে না। হঠাৎ তিন দিন ধরে তাকে কেউ দেখছেন না। 

বিকালে বনপাড়া পৌরসভার কর্মীরা বস্তার মুখ খুলতেই টাকাগুলো দেখতে পান। এরপর স্থানীয় পথচারী, ব্যবসায়ী ও উৎসুক জনতা ভিড় জমান। পরে পৌরসভার অনুমতি নিয়ে তারা গুনে দেখেন ১৬ হাজার ৪২০ টাকা। টাকাগুলো পৌরসভায় গচ্ছিত রাখা হয়েছে বলে জানা গেছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password