ঈদের চতুর্থ দিনের টেলিভিশনের আয়োজন

ঈদের চতুর্থ দিনের টেলিভিশনের আয়োজন
MostPlay

অদ-ভূত : বাংলাভিশনে দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘অদ-ভূত’। কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সাবিলা নূর, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, সুমন পাটোয়ারী, আব্দুল্লাহ রানাসহ অনেকে।

বশীকরণ ভ্যাকসিন : এটিএন বাংলায় আজ রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিছবি 'বশীকরণ ভ্যাকসিন'। স্বাধীন শাহের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন বর্ণনাথ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, আজমেরী আশা, তানিন তানহা, মাসুম বাশার প্রমুখ। বিয়ের পর স্বামীকে কীভাবে বশে আনতে হয়, তা নিয়ে দিনরাত পরামর্শ চলে আশা ও তার মায়ের। যার পরিপ্রেক্ষিতে তারা মেতে ওঠে নানা কাণ্ডকারখানায়।

নিকষিত : নাটকের দৃশ্যে তাহসান খান। এনটিভিতে আজ রাত ১১টায় প্রচার হবে এটি। লিখেছেন সাইফউদ্দীন শাকিল, পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। আরও অভিনয়ে রুকাইয়া জাহান চমক, ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠু প্রমুখ।

ব্ল্যাক মেইল : বৈশাখী টিভিতে রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ব্ল্যাক মেইল’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এটি পরিচালনা করেছেন মনিরুজ্জামান মনি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও মুমতাহিনা চৌধুরী টয়া।

কসাই : চ্যানেল আইয়ে সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‘কসাই’। এই ছবিটিতে অভিনয় করেছেন নিরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মী প্রমুখ।

স্বর্গ থেকে নরক : আজ ঈদের চতুর্থ দিন বাংলাদেশ টেলিভিশনে দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘স্বর্গ থেকে নরক’। অভিনয়ে-ফেরদৌস, নিপুণ, আহমেদ শরীফ, শর্মিলী আহমেদ প্রমুখ। পরিচালনায় ড. অরূপ রতন চৌধুরী।

সমস্যা কি : এটিএন বাংলায় রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সমস্যা কি?’ রচনা ও পরিচালনায় মাইদুল রাকিব। অভিনয়ে-মোশাররফ করিম, সারিকা সাবা প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password