সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানালেন ক্রীড়া সাংবাদিকেরা

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানালেন ক্রীড়া সাংবাদিকেরা
MostPlay

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় ফুটবল দলের অনুশীলন শেষে অ্যাথলেটিকস ট্র্যাকে বসে সাংবাদিকরা এই প্রতিবাদ জানান। তাদের দাবি, অবিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্তি দিতে হবে। এ সময় ক্যামেরা, বুম প্রতিবাদস্বরূপ নিচে রেখে দেয়া হয়। মিনিট পাঁচেকের মতো সাংবাদিকেরা হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানান। কর্মসূচিতে সাংবাদিকরা এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন রোজিনা ইসলাম, তা অপ্রত্যাশিত। যারা তাকে হেনস্থা করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত।

গতকাল পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক রোজিনা। হাসপাতাল নিয়ে যাওয়ার পরিবর্তে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। রাতভর থানায় আটক রেখে সকালে তাঁকে আদালতে নেওয়া হয়। আজ আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

মন্তব্যসমূহ (০)


Lost Password