এ মাসেই হচ্ছে প্রথম সূর্যগ্রহণ

এ মাসেই হচ্ছে প্রথম সূর্যগ্রহণ
MostPlay

গত ২৬ মে চন্দ্রগ্রহণ হওয়ার দুই সপ্তাহের মধ্যেই এবার দেখা যাবে সূর্যগ্রহণ। 

এবার চন্দ্রগ্রহণের সময় সুপার মুন ও ব্লাড মুন দেখা গিয়েছিল। এখন আগামী ১০ জুন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। এর ফলে গ্রহণে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ। কেবল একটা বলয় দৃশ্যমান থাকবে। একে বলে ‘রিং অব ফায়ার’।

গ্রিনল্যান্ড থেকে গ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করা যাবে। তবে গ্রিনল্যান্ড, কানাডা, রাশিয়া ও উত্তর মেরু থেকে আগুনের বলয় দেখা যাবে। এছাড়াও ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকে আংশিকভাবে সূর্যগ্রহণ দেখা যাবে। অনুমান করা যায়, আকাশের কোলে কেমন সৌন্দর্য বিচ্ছুরণ করবে এই দৃশ্য।

 মূলত সূর্যগ্রহণে খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস গ্রহণ ছাড়াও বলয়গ্রাস গ্রহণ দেখা যায়। যেটি ১০ জুন এর ক্ষেত্রেও দেখা যাবে। তবে এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ৪ ডিসেম্বর যা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর,ভারত মহাসাগরের কিছু অঞ্চল, দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকার বিভিন্ন প্রান্ত থেকে সেটা দেখা যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password