চার ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব আল হাসান

চার ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব আল হাসান
MostPlay

ঢাকা আবহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানের স্ট্যাম্পে লাথি দেওয়া ও স্ট্যাম্প তুলে আছাড় দেয়ার ঘটনা নিয়ে আজও সামজিক মাধ্যমে ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ সাকিবের পক্ষে সাফাই গাইছেন, আবার কেউ সাকিবের শাস্তি দাবি করছেন। তবে সাকিব আল হাসান যে শাস্তির সম্মুখীন হতে যাচ্ছেন তা এক রকম নিশ্চিত ছিল। অপেক্ষা ছিল অ্যাম্পায়াদের ম্যাচ রিপর্টের। যদিও ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই মাঠে এমন আচরনের জন্য ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সবার ধারণাটাই সত্যি হলো ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ন্ত্রক কমিটি সিসিডিএমের পক্ষ থেকে চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি আরোপ করা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের ওপর। গতকাল আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই শাস্তি দেয়া হয়েছে তাকে। মোহামেডানের ক্রিকেট কমিটির একটি সূত্র এ সংবাদ জানান মিডিয়াকে। তবে এখনও বিসিবি কিংবা সিসিডিএমের পক্ষ থেকে সাকিবের নিষেধাজ্ঞার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিসিবি থেকে আনুষ্ঠানিক ঘোষনা আসলে নিশ্চিত করে বলা যাবে কত ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব আল হাসান। 

মন্তব্যসমূহ (০)


Lost Password