মর্গে পোড়া সারি সারি মরদেহ

মর্গে পোড়া সারি সারি মরদেহ
MostPlay

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ৪৯টি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আনা হয়েছে। আহত হন অন্তত ৫০ জন। শুক্রবার (৯ জুলাই) বিকেলে স্থানীয় পুলিশ প্রশাসন মরদেহগুলো ময়নাতদন্তের ঢামেক হাসপাতাল মর্গে নিয়ে আসে।

মর্গে গিয়ে দেখা যায়, কয়েকটি অ্যাম্বুলেন্স থেকে মরদেহগুলো নামিয়ে ময়নাতদন্তের কক্ষে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। ঢামেক হাসপাতাল মর্গের মর্গ সরকারী সেকান্দার জানান, অ্যাম্বুলেন্স থেকে ৪৯টি মরদেহ নামানো হয়েছে। মরদেহ আনার ব্যাপারে ঢামেকের ফরেনসিক বিভাগের কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

দীর্ঘ সময়ে আগুনে পুড়ে নিহতদের দেহের শুধুমাত্র হাড় ও কংকাল ছাড়া বাকি সব পুড়ে গেছে। মরদেহগুলোর ছিল শুধু হাড়। মরদেহ উদ্ধার করতে গিয়ে আঁতকে উঠেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অনেকে কেঁদেছেন এ মরদেহ দেখে। তবে কারখানার ভেতর থেকেই মরদেহগুলো ব্যাগে করে বের করা হয়। বাইরেও কাউকে দেখতে দেয়া হয়নি মরদেহের এ চিত্র।

মন্তব্যসমূহ (০)


Lost Password