২১ বছরে যাবত জার্মানিকে হারাতে পারেনা পর্তুগাল

২১ বছরে যাবত জার্মানিকে হারাতে পারেনা পর্তুগাল
MostPlay

ইউরোর শ্রেষ্ঠত্বের মঞ্চে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল জার্মানি ও পর্তুগাল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। শুধু তাই নয়, উয়েফা নেশনস লিগেরও বর্তমান চ্যাম্পিয়ন তারা। এবারের ইউরোতে শুরুটাও দারুণ করেছে তারা। প্রথম খেলায় হাঙ্গেরিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। অপরদিকে টুর্নামেন্টের শুরুটা ভাল হয়নি জার্মানির। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে শুরু করেছে জার্মানরা। শেষ ষোলোয় খেলার আশা বাঁচিয়ে রাখার জন্য আজ জিততেই হবে থমাস মুলারদের। নয়তো ইউরো শেষ। পর্তুগালের জন্যও ম্যাচটা সমান গুরুত্বপুর্ন। আজ জিততে পারলেই শেষ ষোল নিশ্চিত হয়ে যাবে রোনালদোদের। পয়েন্ট হারালেই অপেক্ষা করতে শেষ ম্যাচ পর্যন্ত।

আজকের ম্যাচে আরও একটা ব্যাপার মাথায় থাকবে পর্তুগালের খেলোয়াড়দের। গত ২১ বছর ধরে জার্মানির বিপক্ষে জিততে পারেনি পর্তুগাল। আজ রাতেই সেই আক্ষেপ ঘুচিয়ে নিতে চাইবে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা। জার্মানির বিপক্ষে পর্তুগালের সবশেষ জয়টি ২০০০ সালের ইউরোতে। সেদিন ৩-০ গোলে জিতেছিল পর্তুগাল। গত ২১ বছরে আরও চারবার মুখোমুখি হয়ে এ দুই দল। প্রত্যেকবার জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। ২০১৪ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে দুই দল শেষ মুখোমুখি হয়েছিল। ম্যাচে স্রেফ উড়ে যায় রোনালদোরা। ৪-০ গোলে ম্যাচ জিতে নেয় জার্মানি।

জার্মানির বিপক্ষে ম্যাচটি জিতে শেষ ষোল নিশ্চিত করতে চায় পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। তিনি বলেন, ‘আমি জার্মানিকে নিয়ে মোটেও ভিত নই। আসলে দুই দল একে অপরকে শ্রদ্ধা করে কারণ তারা প্রত্যেকেই একে অপরের শক্তিমত্তা সম্পর্কে অবগত। জার্মানির মাঠে তাদের বিপক্ষে খেলা কঠিন। তবুও বলবো পর্তুগাল ফেবারিট। আমরা জিততে চাই। ড্রয়ের চিন্তাও করছি না’। পর্তুগাল আজ রাতে ২১ বছরের আক্ষেপ ঘোচাতে পারবে কিনা সেটা জানতে আর বেশিক্ষন অপেক্ষা করতে হবে না ফুটবল প্রেমীদের। আর তো মাত্র কয়েকঘন্টা!

মন্তব্যসমূহ (০)


Lost Password