আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হলেন মুশফিকুর রহিম

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হলেন মুশফিকুর রহিম
MostPlay

এই বছরের মে মাসের আইসিসির সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতে নিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরষ্কার জিতলেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে তার পারফর্মের কারণেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে একটি ফিফটি ও একটি সেঞ্চুরিসহ মোট ২৩৭ রান করেন মুশফিক। প্রথম দুই ম্যাচেই মুশফিক ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন মুশফিক। সেই সাথে জিতেছিলনেন সিরিজ সেরার পুরষ্কারও। মুশফিকের সাথে মে মাসের প্লেয়ার অব দ্য মান্থ খেতাব জেতার দৌড়ে ছিলেন পাকিস্তানি পেসার হাসান আলী ও শ্রীলঙ্কান স্পিনার প্রবীন জয়াবিক্রম।

পেসার হাসান আলী ঝুলিতে ছিল ১৪টি টেস্ট উইকেট ও শ্রীলঙ্কান স্পিনার প্রভীন জয়া বিক্রমার ছিল ১১টি টেস্ট উইকেট। শেষমেষ মুশফিকের সাথে পেরে উঠেননি এই দুজন। চলতি বছর এই পুরস্কার চালু হওয়ার পর থেকে সব এশিয়ান খেলোয়াড় জিতেছেন এই পুরষ্কার। মুশফিকের আগে এই পুরষ্কার জিতেছেন রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও বাবর আজম।

মন্তব্যসমূহ (০)


Lost Password