সিরিয়ায় মার্কিন সামরিক ঘাটিতে ফের ক্ষেপনাস্ত্র হামলা

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাটিতে ফের ক্ষেপনাস্ত্র হামলা
MostPlay

সিরিয়ার আল-হাসাকা প্রদেশে মার্কিন সেনাদের আশ-শাদাদি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। সোমবার (২১ জুন) ভোরে এই হামলা হয়েছে বলে আন্তর্জাতিক মিডিয়াগুলা জানিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে যে আশ-শাদাদি ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। আন্তর্জাতিক মিডিয়াগুলো জানিয়েছে, মার্কিন বাহিনী আশ-শাদাদি ঘাঁটিটিকে আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করছে। মূলত কুর্দিদের কাছে আটক একদল আইএস জঙ্গিকে মুক্ত করে এই ঘাঁটিতে প্রশিক্ষণের জন্য আনা হয়েছে। প্রশিক্ষণ শেষে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে তাদেরকে কাজে লাগানো হবে।

সিরিয়ায় এখনো কিছু এলাকা দখল করে রেখেছে মার্কিন সেনাদল। বিভিন্ন সম্পদ লুটের পাশাপাশি ইসরাইলি স্বার্থও রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি কারনে এই হামলা চালানো হয়েছে তা নিয়ে ধোয়াশা কাটছেই না।কারা হামলা চালিয়েছে তাও স্পষ্ট নয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password