হাওরে প্রান্তিক কৃষকগন ধানের ডেমি কাটায় ব্যস্ত সময় পার করছে

হাওরে প্রান্তিক কৃষকগন ধানের ডেমি কাটায় ব্যস্ত সময় পার করছে
MostPlay

হাওড়ের ভূমিহীন ও ক্ষুদ্র /প্রান্তিক কৃষকেরা মুড়ি/ডেমি ফসল কর্তন নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছেন। একজন কৃষক সারাদিন হাওড় থেকে প্রায় ৪০ কেজি মুড়ি/ডেমি ধান কর্তন করতে পারে।

বিডিটাইপ রিপোর্টার কে প্রান্তিক কৃষক সবুজ মিয়া বলেন,আমরা এই সময় শুয়ে বসে থাকি,তাই এই অবসর সময়ে জমিতে নিজের ভাই বাতিজাদের নিয়ে ধানের ডেমি কাটি।দিন শেষে ৪০ কেজি ধান পাই।
যার বাজার মূল্য ১০৮০ টাকা।

আমরা অনেক খুশি। 

মন্তব্যসমূহ (০)


Lost Password