ফের লকডাউন, কঠোর হবে আগের থেকেওঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফের লকডাউন, কঠোর হবে আগের থেকেওঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী
MostPlay

কঠোর বিধিনিষেধ ১ সপ্তাহ শিথিলের পর আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে আবারও শুরু হচ্ছে লকডাউন। তবে এবারের লকডাউন আগের চেয়ে আরো কঠোর হবে, এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে মুঠোফোনে গনমাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এইসব তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান,এবারও মাঠে পুলিশের সাথে থাকবে বিজিবি ও সেনাবাহিনী। বন্ধ থাকবে পোশাক কারখানা ও সরকারি-বেসরকারি অফিস।

তিনি আরও জানান, এছাড়া চলতি মাসে আর পোশাক কারখানা খুলবে না বলেও জানান ফরহাদ হোসেন। বলেন, যারা বাড়ি ফিরে গেছেন তারা বিধিনিষেধ মাথায় নিয়েই গেছেন। তাই ঘরমুখো মানুষ নতুন বিধিনিষেধ মানবেন বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

করোনার চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে সতর্ক করেন ফরহাদ হোসেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password