জর্ডান বাংলাদেশের ১২ হাজার পোশাক খাতের কর্মী নেবে

জর্ডান বাংলাদেশের ১২ হাজার পোশাক খাতের কর্মী নেবে
MostPlay

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ‘বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। এই কর্মীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নেওয়া হবে। এটা আমাদের জন্য বড় সুযোগ।’ আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ডর্জানের বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে, জর্ডানে এখন প্রচুর বাংলাদেশি কর্মী কাজ করছেন। যাঁদের বেশির ভাগই তৈরি পোশাক খাতে কর্মরত। দেশটির সরকারের সঙ্গে সমাঝোতা হয়েছে যে বাংলাদেশ থেকে এ বছর ১২ হাজার দক্ষ কর্মী নেবে তারা।

কর্মীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে নেওয়া হবে। এ বিষয়ে জর্ডানের নিয়োগ কর্মকর্তারা এবং সরকারি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন।
তথ্যসূত্র: ইউএনবি

মন্তব্যসমূহ (০)


Lost Password