ইউরোর গোল্ডেন বল পেলেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি

ইউরোর গোল্ডেন বল পেলেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি
MostPlay

গতরাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইউরোর শিরোপা নিজদের ঘরে তুলেছে ইতালি। টাইব্রেকারের নায়ক ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। দুটি শট ঠেকিয়ে দিয়ে প্রথমবারের মতো ইউরো শিরোপা থেকে বঞ্চিত করেছেন ইংল্যান্ডকে। শুধু ফাইনাল নয় পুরো টুর্নামেন্টে জিয়ানলুইজি ডোনারুমা ছিলেন দুর্দান্ত। পুরো টুর্নামেন্টেই ইতালিকে মাত্র চারটি গোল হজম করালেন। গ্রুপ পর্বে ছিলেন ক্লিনশিট। এরপর দ্বিতীয় রাউন্ড থেকে প্রতি রাউন্ডেই ১টি করে গোল হজম করেছেন তিনি।

পুরো আসরে তিন ম্যাচে ছিলেন ক্লিনশিট। ৯টি করেছেন দুর্দান্ত সেভ। সেমিফাইনালেও ছিলেন পেনাল্টি শ্যুট-আউটের হিরো। একইভাবে ফাইনালেও হলেন পেনাল্টি শ্যুট-আউটের হিরো। সুতরাং, সেরার পুরস্কারটা তো তার হাতেই মানায়। এতে শুধু গোল্ডেন গ্লাভসই নয়, টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বলও উঠলো ডোনারুমার হাতে।

কেন অন্য সবাইকে বাদ দিয়ে ডোনারুমাকেই সেরার পুরস্কার তথা গোল্ডেন বলের জন্য বেছে নেয়া হলো? সে ব্যাখ্যাও দিয়েছে ইউরোর টেকনিক্যাল কমিটি। তিন ম্যাচে ছিলেন ক্লিনশিট। ৯টি করেছেন দুর্দান্ত সেভ। সেমিফাইনালেও ছিলেন পেনাল্টি শ্যুট-আউটের হিরো। একইভাবে ফাইনালেও হলেন পেনাল্টি শ্যুট-আউটের হিরো। সুতরাং, সেরার পুরস্কারটা তো তার হাতেই মানায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password