টঙ্গীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনাবাহিনীর নারী সদস্য নিহত

টঙ্গীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনাবাহিনীর নারী সদস্য নিহত
MostPlay

গাজীপুরা টঙ্গী স্টেশন রোড এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়ালসেতুর সামনে সেনাবাহিনীতে কর্মরত এক নারী সদস্য ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহতের নাম জেসমিন সুলতানা (৩৬) তিনি গাজীপুর জেলার, কাপাসিয়া থানার, বরুণ গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। তিনি ঢাকা সেনানিবাসে অফিস করণিক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের সাথে থাকা আহত অনারারী লেফটেন্যান্ট আমজাদ হোসেন (৫০) রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এ কর্মরত রয়েছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাভেদ মাসুদ আরটিভিকে জানান, অনারারী লেফটেন্যান্ট আমজাদ হোসেন (৫০) জেসমিন সুলতানাকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে কাপাসিয়া যাওয়ার পথে টঙ্গী স্টেশন রোড এলাকায় আনুমানিক সকাল পৌনে বারোটার দিকে একটি ইজি বাইকের সাথে ধাক্কা লেগে পড়ে গেলে পেছন থেকে আসা একটি চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জেসমিন সুলতানা নিহত হয় ও মোটরসাইকেল চালক আমজাদ হোসেন আহত হয়। পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের চালক মোঃ রফিকুল ইসলাম (৩৮) কে আটক করেছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password