দখলদার ইসরাইলের চারটি ড্রোন ভুপাতিত করলো লেবাননের হিজবুল্লাহ

দখলদার ইসরাইলের চারটি ড্রোন ভুপাতিত করলো লেবাননের হিজবুল্লাহ
MostPlay

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহ। সম্প্রতি  দখলদার ইসরাইলের চারটি ড্রোন ভূপাতিত করেছে তারা। 

সাগরের দিক থেকে লেবাননের রাজধানী বৈরুতের মাদি এলাকায় প্রবেশের চেষ্টাকালে ইসরাইলি ওই ড্রোনগুলো বৃহস্পতিবার ধ্বংস করেছে হিজবুল্লাহর সেনারা। 

এগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে ইরাকের সাবেরিন নিউজ চ্যানেলের খবরে বলা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল প্রায়ই লেবাননের জল, স্থল ও আকাশ সীমা লঙ্ঘন করে। আন্তর্জাতিক সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননের আকাশ ব্যবহার করে এর আগে সিরিয়াতেও হামলা চালিয়েছে তেলআবিব। 

লেবানন সরকার সব সময় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরাইলি আগ্রাসনের বিষয়ে অবহিত করার পাশাপাশি আগ্রাসন ঠেকাতে পদক্ষেপের দাবি জানিয়ে আসছে। 

২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত ১৭০১ নম্বর ইশতেহারে বলা হয়েছে, ইসরাইল লেবাননের বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক তৎপরতা চালাবে না।  কিন্তু ইসরাইল কোনো আন্তর্জাতিক আইন ও ইশতেহারকেই মেনে চলছে না বলে লেবাননের গণমাধ্যম হতে জানা যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password