গানে গানে পরীমনির পাশে দাঁড়ালেন হিরো আলম

গানে গানে পরীমনির পাশে দাঁড়ালেন হিরো আলম
MostPlay

‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমণি’ শিরো নামে একটি গান গেয়ে পরীমণির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন হিরো আলম। 

বৃহস্পতিবার নিজের ইউটিউভ চ্যানেলে  একটি গানের মাধ্যমে তিনি এ নিন্দা প্রকাশ করেন। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেন মোমো রহমান। 

গানটির লাইনগুলোর মধ্যে আছেঃ

  • "শিল্পী হয়ে শিল্পের প্রতি অসম্মান সইব না,
  •  শিল্পী হয়ে শিল্পীর অপমান সইব না, 
  • উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমণি,
  • নারী জাতি মায়ের জাতি আর রবে না বঞ্চিত, 
  • পরীমণিরা সব বিচার পাবে কেউ রবে না অবহেলিত"।

"উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমণি" গানের এ কথাগুলোর মাধ্যমেই ঠিক এভাবে সুরে সুরে নিজের অবস্থান তুলে ধরেন হিরো আলম। 

তার গানের পরের কথাগুলোএমনঃ 

  • "দেশের আইন শক্ত অনেক, 
  • দেখতে চাই তা এবার, 
  • পরীমণিরা বিচার পাবে আইন যে উপরে সবার"। 

হিরো আলম তার গানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে ন্যায় বিচার নিশ্চিত করার অনুরোধও জনিয়ে বলেনঃ 

  • "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মায়ের মতো, 
  • তাই মাকে বলছি আপনার সন্তানেরা না হয় যেন নির্যাতিত"। 

উল্লেখ থাকে যে, গত রবিবার নিজের ফেইসবুক পেজের এক স্ট্যাটাসে পরীমণি ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন। এ বিষয়ে সেদিন রাতেই নিজ বাসায় সংবাদ সম্মেলনে পরী মণি চার দিন আগে উত্তরা বোট ক্লাবে নাসির ইউ মাহমুদ নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান বলে জানান। 

তরপরে সোমবার নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন অভিনেত্রী পরী মণি। সেদিনই মামলার পাঁচজন আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password