প্রবাসী কর্মীদের দেওয়া হবে ফাইজার টিকা

প্রবাসী কর্মীদের দেওয়া হবে ফাইজার টিকা
MostPlay

বিএমইটির ডাটাবেজ ও সুরক্ষা অ্যাপে নিবন্ধিত কর্মীদের মধ্যে প্রাথমিকভাবে সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

তিনি বলেন, পর্যায়ক্রমে অন্যান্য দেশে যাওয়া কর্মীদের প্রযোজ্য অন্যান্য টিকা দেওয়া হবে।

গত
সোমবার (৫ জুলাই) থেকে টিকা দেওয়ার জন্য বিদেশগামী কর্মীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সুরক্ষা অ্যাপে নিবন্ধনের পর নিবন্ধনকারী কর্মীকে মেসেজের মাধ্যমে টিকা প্রাপ্তির স্থান ও তারিখ জানিয়ে দেওয়া হবে।
সুরক্ষা অ্যাপে বিদেশগামী কর্মীদের সুবিধার্থে তাদের বৈধ পাসপোর্ট দিয়ে বয়স নির্বিশেষে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে

বিদেশগামী কর্মীদের বিএমইটির নিবন্ধনের সুবিধার্থে ঢাকা ও আশেপাশের এলাকায় তিনটি সাব-সেন্টারও খোলা হয়েছে। সাব-সেন্টারগুলো হলো- ১)
কেরাণীগঞ্জ এলাকার জন্য কেরাণীগঞ্জ টিটিসি ২) গাজীপুর এলাকার জন্য গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স।২)সাভার, ধামরাই ও মিরপুর এলাকার জন্য বাংলাদেশ-কোরিয়া টিটিসি-মিরপুর।

মন্তব্যসমূহ (০)


Lost Password