নওগাঁর মান্দায় করোনায় প্রাণ গেলো ডিস ব্যবসায়ীর

নওগাঁর মান্দায় করোনায় প্রাণ গেলো ডিস ব্যবসায়ীর
MostPlay

নওগাঁ জেলার মান্দা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুর রাজ্জাক (৪০) নামে এক ডিস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বগুড়া হাসপাতালে নেয়ার পথে বুধবার সন্ধ্যা ৬টার দিকে আদমদীঘি এলাকায় মারা যান তিনি।

নিহত আবদুর রাজ্জাক মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। আবদুর রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের যাবতীয় উপসর্গ নিয়ে বুধবার সকাল ১০ টার দিকে আবদুর রাজ্জাক মান্দা হাসপাতালে যান।

এ সময় পরিবারের অন্য সদস্যরাও পরীক্ষার জন্য তার সাথে হাসপাতালে গিয়েছিলেন। করোনা পজেটিভ হওয়ার পর তারা সকলেই বাড়ি ফিরে আসেন। বুধবার দুপুরের দিকে আবদুর রাজ্জাকের শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ বেড়ে যায়। এ অবস্থায় একটি মাইক্রোবাসে তাকে বগুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

পথে আদমদীঘি এলাকায় মারা যান তিনি। মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে আবদুর রাজ্জাক সপরিবারে হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। এতে আবদুর রাজ্জাক (৪০), বাবা আবদুর রহমান (৮৫), ছেলে রেদওয়ান রাহাত (১৪) ও শাশুড়ি আমেনা বিবি (৬৫) করোনা পজেটিভ হন। পরীক্ষায় নেগেটিভ হন আবদুর রাজ্জাকের স্ত্রী ফারজানা আক্তার (৩৫)।

মন্তব্যসমূহ (০)


Lost Password