স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি
MostPlay

হক-ভাসানী ঐক্যজোটের উদ্যোগে আজ ১৫ জুন (মঙ্গলবার) জোটের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হক-ভাসানী ঐক্যজোটের আহ্বায়ক ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এম. এ. ভাসানীর সভাপতিত্বে ও কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুমের পরিচালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, ভাড়াটিয়া কল্যাণ সমিতির আহ্বায়ক সিরাজ মাস্টার ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী বরাবর শিক্ষা ও ছাত্র সমাজের কল্যাণে নিচে লিখিত সুপারিশসমূহ তুলে ধরা হয়-

১) স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।

২) চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করা হোক।

৩) জাতীয় বাজেটে ঘোষিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ধার্যকৃত আয়কর রহিত করা হোক।

মন্তব্যসমূহ (০)


Lost Password