ঘূর্ণিঝড় ইয়াস তাণ্ডব চালানো শুরু করেছে সেন্টমার্টিনে

ঘূর্ণিঝড় ইয়াস তাণ্ডব চালানো শুরু করেছে সেন্টমার্টিনে
MostPlay

সেন্টমার্টিন দ্বীপে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে। ঝড়ের তাণ্ডবে সেন্টমার্টিনে প্রবল জোয়ারের পানিতে উপড়ে পড়ছে গাছপালা। এছাড়া ভাঙন ধরেছে জেটির পল্টুনে ও রাস্তাঘাটে। কোস্টগার্ড জানিয়েছে, তারা মানুষের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে প্রায় ১০ হাজারের বেশি মানুষ বসবাস করেন। কিন্তু বর্তমানে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শঙ্কিত এই দ্বীপের বাসিন্দারা।

সার্বিক পরিস্থিতি নিয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, মানুষকে এখনো দ্বীপ থেকে সরিয়ে নেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ৪ নম্বর সতর্ক সংকেত দিলে মাইকিং করে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password