বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা
MostPlay

চলতি মাসেই দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা আছে বাংলাদেশ ক্রিকেট দলের। জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। কিন্ত হঠাৎ করেই টাইগারদের জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় নতুন করে লকডাউন দেয়া হয়েছে জিম্বাবুয়েতে। এর ফলে দেশটিতে সব ধরনের সকল ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে সাময়িক সময়ের জন্য।

জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্ট কনস্ট্যান্টিনো চিভেঙ্গা শনিবার ঘোষণা দেন, করোনার নতুন ঢেউয়ে সব ধরনের জনসমাগম ও ক্রীড়া কার্যক্রম নিষিদ্ধ করা হলো। ক্রীড়া কমিশন রোববার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যাচ্ছে।

বর্তমানে দক্ষিন আফ্রিকার এ দল জিম্বাবুয়ে সফর করছে। এই ঘোষনার ফলে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার এ দলের মধ্যকার সিরিজটি আর সম্পুর্ণ হচ্ছে না। লকডাউনটি দীর্ঘায়িত হলে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়েও আছে শঙ্কা। আগামী ২৯ জুন জিম্বাবুয়ে যাওয়ার কথা বাংলাদেশের। এরপর একদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করার কথা রয়েছে টাইগারদের।

মন্তব্যসমূহ (০)


Lost Password