পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় রাশিয়ায় প্রশিক্ষণ শেষ করেছে বাংলাদেশ সেনাবাহিনী

পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় রাশিয়ায় প্রশিক্ষণ শেষ করেছে বাংলাদেশ সেনাবাহিনী
MostPlay

রাশিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রদানের প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য। রাশিয়ার রোসাতম টেকনিক্যাল একাডেমি (Rosatom Technical Academy) তে দুই সপ্তাহের ফিজিক্যাল প্রটেকশন অফ নিউক্লিয়ার ফ্যাসিলিটিস (Physical Protection of Nuclear Facilities) এর উপর প্রশিক্ষণ শেষ করেছে বাংলাদেশ।

ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল ইউসুফ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এই প্রশিক্ষণে অংশ নেন। এই প্রশিক্ষণে নিউক্লিয়ার স্ট্যাকচার, সিস্টেম ডেভলপমেন্টের উপর তাত্বিক প্রশিক্ষণ সহ ফিজিক্যাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট ব্যবহার করে নিউক্লিয়ার স্ট্রাকচারের নিরাপত্তা নিশ্চিতকরণের উপর প্র্যাকটিক্যাল ট্রেইনিং এর ব্যবস্থা করা হয়।

গত ৭ই জুন রুপপুর পারমাণবিক কেন্দ্রের জন্যে ELRON (রোসাতম এর একটি শাখা প্রতিষ্টান) 3.2 million Ruble সমপরিমাণের ফিজ্যিক্যাল প্রোটেকশন স্ট্যাব্লিশমেন্ট এবং লজিস্টিকস সাপোর্টের টেন্ডার জিতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password