পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর

পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর
MostPlay

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের জৈব সুরক্ষাবলয়ে করোনা ঢুকে যাওয়ায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচ স্থগিত করে দেয়া হয়। পরে সবাইকে আবার করোনা পরিক্ষা করানো হয়। দুই দলের সবার করোনা নেগেটিভ প্রমাণিত হওয়ায় সিরিজটি নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। কেটে গেছে অজিদের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা।

করোনার কারণে ওয়েষ্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বাকি সব ম্যাচ দুই দিন করে পিছিয়ে গেছে। এই কারণে পিছিয়ে যেতে পারে অজিদের বাংলাদেশে আগমন। এমন একটা সম্ভাবনা আছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২৯ জুলাই ঢাকায় আসার পর তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর যথাক্রমে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। কিন্তু বিশেষ সূত্রে জানা গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে পাল্টে যেতে পারে এই সূচি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য বিষয়টি এখনো নিশ্চিত করেননি। তিনি বলেন, ‘এখনো আমার সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। যদি এমন কিছু হয়, তাহলে সমস্যা হবে না। অস্ট্রেলিয়া সিরিজের ব্যাপারে আমরা আশাবাদী। কারণ আমাদের খেলার পর অস্ট্রেলিয়ার কোনো সিরিজ নেই। আমাদেরও খেলা নেই। যদি দুই, তিন, চার দিন পিছিয়েও যায়, তাহলে আমাদের সিরিজে কোনো সমস্যা হবে না’।

অস্ট্রেলিয়ার দলের বাংলাদেশ সফর পেছালে অবশ্য মুশফিকুর রহিমকে পাবে বাংলাদেশ। মা-বাবা করোনায় আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে সফরের মাঝপথে জৈব সুরক্ষাবলয় ভেঙে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। নিয়মানুযায়ী অস্ট্রেলিয়া সিরিজের আগে তাক ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো। এমতাবস্থায় কোয়ারেন্টিন শিথিল করার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তারা সেটা গ্রহণ করেনি। যদিই সত্যিই সিরিজটা তিন-চারদিন পিছিয়ে যায়, তবে সেটা বাংলাদেশের জন্য শাপে-বর হবে। কারণ মুশফিককে তখন পাওয়া যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password