এগার নাম্বার ম্যাচে এসে প্রথম এলবিডব্লিউ আউট হলেন আবহনীর ব্যাটসম্যান

এগার নাম্বার ম্যাচে এসে প্রথম এলবিডব্লিউ আউট হলেন আবহনীর ব্যাটসম্যান
MostPlay

ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা প্রত্যাশি আবহনী আজ শেষ করলো প্রথম রাউন্ডের খেলা। শেষ ম্যাচে মোহাম্মদ নাইম শেখের অনবদ্য ব্যাটিংয়ে রুপগঞ্জকে ৫ উইকেটে হারিয়েছে তারা। প্রথম রাউন্ডে মোট ১১টি ম্যাচ খেলেছে আবহনী। প্রথম দশ মাচে তাদের কোন ব্যাটসম্যান এলবিডব্লিউ আউটের শিকার হননি। আজ রুপগঞ্জের স্পিনার সানজামুল ইসলামের বলে আবহনীর অধিনায়ক মুশফিকুর রহিম এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফেরেন। সাকিব আল হাসানের কান্ডের পর অনেকেই মন্তব্য করেছেন অ্যাম্পায়ারদের পক্ষপাতিত্ব নিয়ে। বিশেষ করে আবহনীর বিপক্ষে কোন এলবিডব্লিউ আউটের আপিলে সাড়া দেয়া হয়না।

পরিসংখ্যান কিন্ত সমালোচনাকারীদের হয়েই কথা বলছে। নয়তো একটা দল যেখানে এগারটি ম্যাচ খেলে ফেললো অথচ তাদের মাত্র একজন ব্যাটসম্যান এলবিডব্লিউ আউট হয়েছেন। তাও আবার নিজেদের ১১তম ম্যাচে। এছাড়া আবহনীর কোন ব্যাটসম্যান এখন পর্যন্ত স্ট্যানপিং আউট হননি। অথচ দুই দিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রাইম ব্যাংকের বিপক্ষে আবহনীর ওপেনার মুনিম শাহারিয়ার উইকেট ছেড়ে খেলতে এসে বল মিস করেন। সাথে সাথেই উইকেট ভেঙে দেন উইকেট কিপার আনামুল হক বিজয়। কিন্ত অ্যাম্প্যায়ার তাকে নটআউট ঘোষনা করেন। ভিডিওটি দেখলে খালি চোখে যে কারাও মনে হবে বিজয় যখন স্ট্যাম্প ভেঙে দেন তখন ক্রিজে ফিরে আসতে পারেননি মুনিম। সেই ম্যাচে মুনিম ৫০ বলে ৯২ রানের ইনিংস খেলেন।

অ্যাম্পায়ারিং নিয়ে ইতিমধ্যে এবারের ডিপিএলে ঘটে গেছে অপ্রত্যাশিত ঘটনা। মোহামেডান অধিনায়ক সাকিব আল হসান অ্যাম্পায়ের সিন্ধান্ত মেনে নিতে না পেরে উইকেটে লাথি মারেন। একই ম্যাচে অ্যাম্পায়ের সিন্ধন্তের কারণে মেজাজ হারিয়ে বসেন সাকিব আল হাসান। এর জন্য ৩ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় তাকে। অ্যাম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠলে তদন্ত কমিটি ঘঠন করা হয়। কিন্ত তারা বিসিবি প্রধানের কাছে রিপোর্ট দিয়েছেন অ্যাম্প্যারিং নিয়ে কোন টিম বা খেলোয়াড়ের কোন প্রশ্ন নেই। এমনকি অনেক ক্লাবের অধিনায়ক বলেছেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগ সেরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password