২৭ সেপ্টেম্বরের পর খুলবে বিশ্ববিদ্যালয়গুলো

২৭ সেপ্টেম্বরের পর খুলবে বিশ্ববিদ্যালয়গুলো
MostPlay

২৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে সকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কিন্তু এর আগে সকল শিক্ষার্থীর টিকার জন্য নিবন্ধন করলে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে খুলতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো। বিকেলে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়াও সকালে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়, উপাচার্য ও ইউজিসি এর মধ্যকার ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইউজিসি সদস্য অধ্যাপক ডঃ মোঃ আলমগীর জানান-" যাদের এনআইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধনি কার্ড ব্যবহার করে ২৭ তারিখের আগে সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে পারবে। যদি ২৭ তারিখের আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারে তাহলে একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে যেকোনো সময় ইউনিভার্সিটি ক্যাম্পাস, হল সবকিছু খুলে দেয়া যেতে পারবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও মানতে হবে স্বাস্থ্যবিধি, পরিষ্কার রাখতে হবে ক্যাম্পাসগুলো- জানান শিক্ষামন্ত্রী। এর আগে গত ১২ সেপ্টেম্বর প্রাইমারি ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৩ সেপ্টেম্বর মেডিকেল কলেজগুলো খুললেও বন্ধ আছে বিশ্ববিদ্যালয়গুলো কার্যক্রম।

মন্তব্যসমূহ (০)


Lost Password