চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে পরিত্যক্ত ৯’শ গ্রাম হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে পরিত্যক্ত  ৯’শ গ্রাম হেরোইন উদ্ধার
MostPlay

চাঁপাইনবাবগঞ্জের চামুচা সীমান্ত এলাকায় ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯’শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। গতকাল রোববার রাতে ভোলাহাট উপজেলার চামুচা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এর নেতৃত্বে গতকাল রোববার রাত ৮টা থেকে আজ সোমবার ৮টা পর্যন্ত চামুচা বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যের সমন্বয়ে সন্দেহজনক এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযানকালে দিবাগত রাত ১১টার দিকে ভোলাহাট উপজেলার চামুচা বিওপির সীমান্ত মেইন পিলার ১৯৮ হতে আনুমানিক ৭’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা গ্রাম হতে ৯০০ গ্রাম হেরোইন ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

অপরদিকে, সোনামসজিদ বিওপির সুবেদার হাফিজুর রহমান এর নেতৃত্বে বিজিবি’র টহল দল রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১৮৫/১-আর হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় এবং সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি এ অভিযান অব্যাহত রাখার ব্যাপারে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password