মুখে মেছেতার দাগ, রোদে পোড়া কালচে ভাব দূর করতে সহজ ১০টি টিপস্

মুখে মেছেতার দাগ, রোদে পোড়া কালচে ভাব দূর করতে সহজ ১০টি টিপস্
MostPlay

মানুষের কাছে সবচেয়ে প্রিয় তার মুখ। আর সেই মুখ যদি মেছেতা বা রোদে পুড়ে ফ্যাকাসে হয়ে যায় তাহলে কার-ই বা ভালো লাগবে ??? এজন্য আমরা কতই না খরচ করে বেড়াই দামি লোশন, ক্রিম ইত্যাদির পেছনে।

তবে আপনারা কি জানেন কিছু ঘরোয়া পদ্ধতি নিয়মমাফিক মেনে চললে সমাধান হতে পারে মুখের প্রায় সকল দাগ- ছোপের সমস্যা। তাহলে চলুন সকলেই জেনে নেই সেই সকল ঘরোয়া টিপস্ গুলো_

১. প্রথমেই যেটি সবচেয়ে জরুরি- প্রতিদিন অন্তত ২-৩ লিটার পানি অবশ্যই খেতে হবে।

২. দৈনিক ৫-৬ বার অন্তত মুখে পানির ঝাপটা দিতে হবে মোটকথা সর্বদাই মুখ পরিষ্কার রাখতে হবে।

৩. নিয়মিত লেবুর রস মুখে দিতে পারেন।

৪. মেছেতার জায়গায় লেবুর রস, সামান্য ভিনেগার ব্যবহার করা যেতে পারে। চাইলে এর সঙ্গে অল্প পরিমাণে পানি মিশিয়ে নিতে পারেন।

৫. লেবুর রস, মধু ও কাচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করুন। দাগ কমাতে এটি ব্যবহার করতে পারেন। 

৬. আমন্ড অয়েল ও মধু মুখে লাগিয়ে হালকা করে ঘষুন। এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

৭. অ্যালোভেরা জেল ও আলুর পেষ্ট নিয়মিত মুখে লাগাতে পারেন।

৮. গুঁড়ো দুধ ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।

৯. কমলা লেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে দুধ মিশিয়ে নিয়মিত ব্যবহার করতে পারেন। দ্রুত ফল পাবেন।

১০. কফি গুড়ো, দুধ, মধু, বেসন পরিমাণমতো মিশিয়ে ফেস প্যাক বানিয়ে মাসে ১-২ বার অন্তত লাগাতে পারেন তারপর ২০-৩০ মিনিট পর ধুঁয়ে ফেলুন।

মানুষের মুখ অনেক স্পর্শকাতর স্থান তাই এ বিষয়ে অধিক সাবধানতা প্রয়োজন। সেক্ষেত্রে খুব বেশি দাগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া আপনার ত্বকের উপযোগী উপাদান ব্যবহার করুন। কোনও প্রসাধন সামগ্রী কেনার আগে ভাল করে বুঝে নিন।এছাড়া ডেট শেষ হওয়া প্রসাধনী ভুলেও ব্যবহার করবেন না।

মন্তব্যসমূহ (০)


Lost Password