সারা দেশের ন‍্যায় প্রধানমন্ত্রীর ভিডিও অনুষ্ঠানে যুক্তহন শার্শা থানা পুলিশ

সারা দেশের ন‍্যায় প্রধানমন্ত্রীর ভিডিও অনুষ্ঠানে যুক্তহন শার্শা থানা পুলিশ
MostPlay

যশোর জেলা রিপোর্টার: মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে যশোরের শার্শা থানা পুলিশ মাননীয় প্রধানমন্ত্রী'র সাথে ভার্সুয়ালী অংশগ্রহণ করে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

রবিবার সকালে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খানের সার্বিক তত্ত্বাবধানে থানার সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতাসহ থানায় কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল মানবজাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password