মানবিক সংকটে আবারও শীর্ষে বিপর্যস্ত ইয়েমেন

মানবিক সংকটে আবারও শীর্ষে বিপর্যস্ত ইয়েমেন

চলতি বছর সবচেয়ে বেশি মানবিক সংকটে থাকা দেশগুলোর মধ্যে আবারও শীর্ষে উঠে এসেছে ইয়েমেনের নাম। সামনের বছর পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি। এদিকে, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে ২০২১ সালে এক কোটি ৬০ লাখের বেশি মানুষের জরুরি ত্রাণ সহায়তার প্রয়োজন হবে বলে সতর্কতা জারি করেছে জাতিসংঘ।

শরীর যেন শুধুই কঙ্কালের ওপর জরাজীর্ণ ত্বক। এদের ক্ষুধা, দারিদ্র্য আর পুষ্টিহীনতার চরম পর্যায় বোঝার জন্য প্রয়োজন নেই কোনো বিশেষজ্ঞের চোখ। দীর্ঘদিন ধরে চলমান গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনের শিশুগুলোর দিকে তাকালেই অনুমান করা যায় সংকট কতটা প্রবল। টানা তিন বছর ধরেই ন্যূনতম মানবিক সহায়তা থেকেও বঞ্চিত হচ্ছে এই শিশুরা।

ইয়েমেনে বর্তমানে জরুরি ভিত্তিতে ২ কোটি ৪০ লাখ মানুষের নিয়মিত ত্রাণ সহায়তা প্রয়োজন। ইন্টারন্যালনাল রেসকিউ কমিটি বা আইআরসি বলছে, যুদ্ধবিরতি না থাকায় আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোও প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতে পারছে না সেখানে। এমন অবস্থা চলতে থাকলে আসছে বছর পরিস্থিতির ভয়াবহ অবনতি হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ২০২১ সালে যেসব দেশের জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন সে দেশগুলোর তালিকা প্রকাশ করেছে আইআরসি। এতে মানবিক সংকটে থাকা দেশগুলোর মধ্যে ইয়েমেনের পরই রয়েছে আফগানিস্তানের নাম। জাতিসংঘ বলছে, বর্তমানে এক কোটি ১০ লাখ আফগানের জীবন ত্রানের ওপর নির্ভরশীল হলেও আসছে বছর এ সংখ্যা আরও অন্তত ৫০ লাখ পর্যন্ত বাড়তে পারে। এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে আরও বেশি ত্রাণ পাঠানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সিরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ইথিওপিয়া, নাইজেরিয়া, সোমালিয়াসহ আইআরসির চরম মানবিক সংকটে থাকা দেশগুলোর তালিকায় উঠে এসেছে আরও কয়েকটি হতদরিদ্র আর যুদ্ধ বিধ্বস্ত দেশের নাম। এসব দেশেও জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানায় ওই সংস্থা। 

মন্তব্যসমূহ (০)


Lost Password