ইইউবি’তে ইন্ডাস্ট্রিয়াল ফোর্থ রেভ্যুলেশন এন্ড সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইইউবি’তে ইন্ডাস্ট্রিয়াল ফোর্থ রেভ্যুলেশন এন্ড সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-তে ইন্ডাস্ট্রিয়াল ফোর্থ রেভ্যুলেশন এন্ড সাইবার সিকিউরিটি বিষয়ক একদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। 


বুধবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হল রুমে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


উক্ত কর্মশালায় সিএসই বিভাগের শিক্ষিকা ফাতিমা বিনতে হোসাইনের সঞ্চালনায় ধারাবাহিক গাইডলাইনমূলক আলোচনা করেন, সিএসই বিভাগের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান। পাশাপাশি শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল এফেয়ার্সের পরিচালক এমদাদুল হক, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আবু তাহেরসহ সিইসি বিভাগের শিক্ষক-শিক্ষিকাগণ।



এক্সটার্নাল এফেয়ার্সের পরিচালক এমদাদুল হক বলেন, বর্তমান বিশ্বের ৬টি দেশ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশনের দিক থেকে এগিয়ে আছে, এরমধ্যে বাংলাদেশের অবস্থানও উল্লেখযোগ্য। বাংলাদেশের এই অবস্থান ধরে রাখার জন্য কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং আইপিই বিভাগের শিক্ষার্থীদের কাজ করে যাওয়ার পরামর্শ দেন। মেধা, শ্রম এবং বুদ্ধিমত্তার সঠিক ব্যাবহার করলেই এই অবস্থান টিকে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।


ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আবু তাহের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে দেশের গন্ডি পেরিয়ে দেশের বাহিরে গিয়েও নিজেকে এক অনন্য উচ্চতায় পৌঁছানো সম্ভব, তাই তোমরা এই সেক্ট গুলোতে বেশি বেশি নিজের শ্রম ও মেধার বিকাশ ঘটাতে হবে। 


সিএসই বিভাগের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান ধারাবাহিক গাইডলাইনমূলক বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থীকে কিভাবে জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো প্রতিযোগিতায় কিভাবে নিজের অবস্থান টিকিয়ে রাখবে সে জন্য কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি টিচার্স টিম রাত-দিন কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করছে, যাতে করে আমাদের শিক্ষার্থীদের গ্রাজুয়েশন সম্পন্ন করে কর্মহীন বসে না থাকতে হয়। 


আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ধরণ, কাজের গতিবিধি, ক্যারিয়ার গড়া এবং কিভবে এআই নিয়ে কাজ করে বহির্বিশ্বের সাথে নিজেদের দেশকে তুলে ধরা যায় সেই বিষয়েও ধারনা দেন তিনি।


মোঃ ওবায়দুর রহমান আরও বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে একজন শিক্ষার্থী নোবেল পুরষ্কার জয়ী হতে পারেন, তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নিজেদের ক্যারিয়ার গড়াতে উৎসাহিত করেন। 


সাইবার সিকিউরিটির গুরুত্ব, কাজের ধরন, ভবিষ্যতে এর আরো কি কি ব্যাবহার আসতে পারে, তা নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বলেন , জীবনে সব কিছুর পূর্বে সিকিউরিটি প্রয়োজন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি নিয়ে অবাদ জ্ঞান অর্জন করে এই সেক্টরে কাজ করে নিজেদেরকে যোগ্য প্রমাণ করে তোলা যায় এবং অন্যদের থেকে একধাপ এগিয়ে রাখা যায় বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password