মহম্মদপুরে মাইক্রো চালানো শিখতে গিয়ে বৃদ্ধাকে চাপা দিয়ে মারলেন কাউন্সিলর

মহম্মদপুরে মাইক্রো চালানো শিখতে গিয়ে বৃদ্ধাকে চাপা দিয়ে মারলেন কাউন্সিলর

মাগুরার মহম্মদপুরে মাইক্রোবাসচাপায় ছটু বিবি নামে এক বৃদ্ধা নিহতের পর তার মরদেহ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যর বিরুদ্ধে। রোববার বিকেলে উপজেলার কানুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ছটু বিবি একই এলাকার মৌশা গ্রামের বদর উদ্দিনের স্ত্রী।

নিহতের ছেলে শহিদুল ইসলামের অভিযোগ, মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর শ্যামলী মুরাদ রোববার বিকেলে কানুটিয়া হাইস্কুল মাঠে মাইক্রোবাস চালানো শিখছিলেন। এ সময় তার মা মাঠের পাশে একটি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠছিলেন। এ সময় হঠাৎ করে শ্যামলী মুরাদের মাইক্রোবাসটি ছটু বিবিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ওই ইউপি সদস্য ও সঙ্গে থাকা চালক ছটু বিবির মরদেহ মাইক্রোবাসে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাটি জানাজানি হলে পরে এলাকাবাসীর ধাওয়ার মুখে ইউপি সদস্য শ্যামলী মরদেহটি গোপিনাথপুর বাজারের পাশে একটি ঘরের আড়ালে ফেলে রেখে মাইক্রোবাস যোগে পালিয়ে যান। বিষয়টি পরে পুলিশকে জানালে তারা ছটু বিবির মরদেহ উদ্ধার করে।  

শহিদুল বলেন, গাড়িচাপায় মাকে হত্যার পর ওই ইউপি সদস্য মরদেহটি গুম করে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন। তিনি এটাকে হত্যাকাণ্ড দাবি করে বিচার প্রার্থনা করেন।

শ্রীপুর থানার ওসি তারক নাথ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password