মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে
MostPlay

ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পাশাপাশি উজানের ঢল আর গত কয়েকদিনের টানা বর্ষণে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর ও উত্তর দৌলতপুর গ্রামের মুহুরী নদীর দুটি স্থানে দেখা দিয়েছে ভাঙন।

এতেই হু হু করে লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে বানের পানি। শনিবার রাতে পানি ঢুকে পড়ে ফুলগাজী বাজারেও। এতে দোকানপাটের মালামাল নষ্ট হচ্ছে। রোববার বিকেল থেকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী বাজার অংশও প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, এখন পর্যন্ত বাধেঁর দুটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। তবে দুটি স্থানই মেরামতের কাজ চলছে বলেও জানালেন তিনি। সীমান্তের ওপারে ভারতে প্রবল বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পানিতেই ফুলেফেঁপে উঠছে মুহুরী নদীর পানি।

মন্তব্যসমূহ (০)


Lost Password