রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ভারানে

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ভারানে

রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রায় এক যুগের পথচলার ইতি টেনে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন রাফায়েল ভারানে। ইতোমধ্যে তার যোগদানের বিষয়ে নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। ফরাসি এই ডিফেন্ডারের ইউনাইটেডে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল। প্রিমিয়ার লিগের ক্লাবটির মঙ্গলবারের বিবৃতিতে সেটাই সত্যি হলো। খেলোয়াড়ের মেডিকেল ও তার ব্যক্তিগত শর্ত পূরণ হলেই দলবদলটি চূড়ান্ত হবে জানিয়েছে ইংলিশ ক্লাবটি। এবারে আটঘাট বেঁধেই যেন মাঠে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কদিন আগেই জডান সানচোকে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে উড়িয়ে এনেছে রেড ডেভিলসরা এবার তারা ভারানেকে নিজেদের ডোরায় আনতে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ভারানের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে গুনতে হচ্ছে ৩৪ মিলিয়ন পাউন্ড আর বোনাসসহ এই ফী দাঁড়াতে পারে ৪২ মিলিয়ন পাউন্ডে। অন্যদিকে স্কাইস্পোর্টস জানিয়েছে ভারানের জন্য ইউনাইটেডের খরচ ৪১ মিলিয়ন পাউন্ড।

ফ্রান্সের জাতীয় দলের হয়ে জাতীয় দলের হয়ে ৭৯ ম্যাচ খেলা ভারানে ২০১১ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৩৬০ ম্যাচ খেলেছেন। সার্জিও রামোসের সঙ্গে তার গড়া জুটি বিশ্বসেরা ডিফেন্সিভ জুটিতে পরিণত হয়েছিল। ক্যারিয়ারে রিয়ালের হয়ে টানা তিনটিসহ চারটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা জিতেছেন তিনি। চলতি মাসের শুরুর দিকে রিয়ালকে বিদায় জানিয়ে স্পেন অধিনায়ক রামোস পাড়ি জমান পিএসজিতে। এবার বিশ্বকাপজয়ী ভারানেও বেছে নিলেন নতুন ঠিকানা।

মন্তব্যসমূহ (০)


Lost Password