ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার হাতে চাচা খুন

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার হাতে চাচা খুন
MostPlay

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ গ্রামে ভাতিজা শিমুলের হাতে খুন হয়েছেন তার-ই আপন চাচা মোহাম্মদ আলী সরকার(৫০)।

নিহত সৌদি প্রবাসী মোহাম্মদ আলী ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা প্রবাসী রিয়াদ বিএনপি'র সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা এবং ছলিমাবাদ ইউনিয়নের বিএনপি'র সভাপতি আশরাফবাদ গ্রামের সামাদ মেম্বারের ছোট ভাই।

সেখানকার স্থানীয় বাসিন্দাদের থেকে বিডিটাইপ নিউজ থেকে খোঁজ নিলে জানানো হয়েছে যে, গত (২৪ জুলাই) শনিবারে বাড়ির জায়গার সীমানা দখল নিয়ে দু'পক্ষ তথা মোহাম্মদ আলী ও তার ভাতিজার মধ্যে ঝামেলা হয়। নিহত মোহাম্মদ আলীর সহোদর বড় ভাই কুদ্দুস মিয়ার ছেলে আব্দুর রহমান শিমুল ঝামেলার এক পর্যায়ে তার ছোট চাচা মোহাম্মদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

পরবর্তীতে তাকে ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে আনুমানিক ১২ দিন আইসিওতে চিকিৎসারত অবস্থায় থাকার পর ৪ আগস্ট, বুধবার বিকাল সাড়ে পাঁচটায় বিএনপি'র এই নেতা মোহাম্মদ আলী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বর্তমানে খুনি শিমুল পুলিশের হেফাজতে আছে এবং তার উপর পরবর্তী পদক্ষেপ নেয়ার অপেক্ষায় রয়েছে আদালত। তবে এ ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কোনো সঠিক তথ্য দেয়নি পুলিশ কর্মকর্তারা।

আজ ৫ আগস্ট, বৃহস্পতিবার বাদ মাগরিব এরপর আশ্রাফবাদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

নিহত জনাব মোহাম্মদ আলীর জন্য বিএনপির অনেক নেতাই শোক প্রকাশ করেছেন। যেমনঃ আশ্রাফবাদ গ্রামের বিএনপির এমপি পদপ্রার্থী এক নেতা এডভোকেট রফিক শিকদার তারই একজন; যিনি তার ফেসবুক পেজে জনাব মোহাম্মদ আলীর ইন্তেকাল এর জন্য শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। এবং বিএনপি'র অনেক নেতারাই তার হত্যার সুষ্ঠু বিচার কামনা করছেন।

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতারা এই রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ আলী সরকারের হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাইছেন। এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

সম্পাদনায়,

সুমাইতা লাইছা বুশরা

বিডিটাইপ নিউজ। 

মন্তব্যসমূহ (০)


Lost Password