মিয়ানমার সেনাবাহিনীকে কড়া বার্তা জাতিসংঘ মহাসচিবের

মিয়ানমার সেনাবাহিনীকে কড়া বার্তা জাতিসংঘ মহাসচিবের

সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে তুমুল বিক্ষোভ চলছে। এ পরিস্থিতিতে দেশটির সেনাশাসকদের ওপর আরও চাপ বাড়ালেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।

সোমবার অং সান সু চি-সহ সকল রাজনৈতিক বন্দিকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান গুতেরেস। তিনি বলেন, মিয়ানমারের সেনাকে বলছি, অবিলম্বে তারা যেন দেশের নেতা-নাগরিকদের ওপর দমনমূলক নীতি প্রত্যাহার করে নেয়।’

‘বন্দিদের মুক্তি দিন। হিংসা বন্ধ করুন। মানবাধিকারকে সম্মান করুন এবং নির্বাচনে জনমতের সম্মান করুন। আধুনিক পৃথিবীতে সেনা অভ্যুত্থানের কোনো স্থান নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে মর্যাদা দিতেই হবে।’

সূত্র: এএফপি

মন্তব্যসমূহ (০)


Lost Password