জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করে গ্রেফতার মায়ানমারের ২ গোয়েন্দা সদস্য

জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করে গ্রেফতার মায়ানমারের ২ গোয়েন্দা সদস্য
MostPlay

জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা অথবা আহত করার পরিকল্পনার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। তারা দুজনই মায়ানমারের নাগরিক। ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থান করার পর থেকে জাতিসংঘে নিযুক্ত মায়ানমারের এই রাষ্ট্রদূত তার নিজ দেশের সামরিক সরকারের কড়া সমালোচনা করে আসছেন। গণতন্ত্র উদ্ধারে তিনি তার নিজ দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সামরিক হস্তক্ষেপেরও অনুরোধ করেছিলেন। উল্লেখ্য এই রাস্ট্রদূত গণতান্ত্রিকভাবে বিজয়ী সুচি সরকারের অধীনস্থ, এবং সামরিক শাসনের ঘোর বিরোধী।

নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, “আটক ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ পরিকল্পনা করেছিলেন তারা ভাড়া করা আততায়ীর মাধ্যমে রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনের ওপর হামলা চালাবেন, যাতে তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান। আমেরিকার মাটিতে এই হামলা করার পরিকল্পনা করা হচ্ছিল।বিদেশি কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিরাপত্তায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে নিরলস চেষ্টা করে যাচ্ছে, তাকে আমরা ধন্যবাদ জানাই”।

ধারণা করা হচ্ছে আটক দুজন মায়ানমারে সিক্রেট এজেন্সি OCMSA এর এজেন্ট, বা এই বিশেষ কাজের জন্য OCMSA এ দ্বারা নতুন রিক্রুট করা সদস্য যারা দীর্ঘদিন যাবৎ আমেরিকায় অবস্থান করে আসছিল। তবে শেষ পর্যন্ত মায়ানমারের এই দুই গোয়েন্দাকে আটক করেছে মার্কিন পুলিশ তাদের ইন্টেলিজেন্সি সার্ভিসের সহায়তায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password