কুষ্টিয়া প্রতিনিধিঃ-কুষ্টিয়ায় টয়লেটের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলায় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের যুগিয়া কদমতলা এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের রুহুলের ছেলে মানিক (৩০) ও একই এলাকার ছামেদ মণ্ডলের ছেলে সাদেক বাচ্চু (৪০)।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে যুগিয়া কদমতলা এলাকায় মাহাতাব উদ্দিনের ছেলে আমিরুল ইসলামের নতুন ভবনের সেপটিক ট্যাংকের কাজ করতে যান রাজমিস্ত্রি মানিক। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে সাদিক সেপটিক ট্যাংকের ভেতরে ঢোকেন। তিনি ট্যাংক থেকে মানিকের নিথর দেহ ওপরে তুলে আনেন। এ সময় সাদিকও মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, সাদিক ও মানিক সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন