সীমান্তের ১৪ ফুট দেয়ালের ওপর দিয়ে ছুঁড়ে দেয়া হলো দুই শিশুকে

সীমান্তের ১৪ ফুট দেয়ালের ওপর দিয়ে ছুঁড়ে দেয়া হলো দুই শিশুকে
MostPlay

ইকুয়েডরের ছোট্ট দুই শিশুকে মধ্যরাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দেয়ালের ১৪ ফুট ওপর থেকে ছুঁড়ে দেয়া হয়েছে।ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশান (সিবিপি) এ দুই শিশুকে উদ্ধার করে।

সংস্থাটি বুধবার এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার রাতে একজন সান্তা তেরেসা এজেন্টের ক্যামেরায় দেখা গেছে চোরকারবারিরা দুটি শিশুকে আনুমানিক ১৪ ফুট উপর থেকে ছুঁড়ে ফেলছে।শিশু দুটিকে সান্তা তেরেসার সিবিপি স্টেশনে নিয়ে যাওয়া হয়।

চিফ পেট্রোল এজেন্ট গ্লোরিয়া শ্যাভেজ এক বিবৃতিতে বলেন, এভাবে নিরীহ দু’টি শিশুকে ১৪ ফুট উপর থেকে ছুঁড়ে ফেলার দৃশ্য দেখে আমি হতবাক হয়ে পড়েছি।দায়ী ব্যক্তিদের চিহিৃত করতে মার্কিন ও মেক্সিকান কর্তৃপক্ষ একযোগে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র তার দক্ষিণ সীমান্তে অভিবাসীর তীব্র চাপ মোকাবেলা করছে। প্রায় প্রতিদিন গড়ে ৫০০ শিশু সঙ্গী ছাড়াই সীমান্ত পাড়ি দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে জো বাইডেনের প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

মন্তব্যসমূহ (০)


Lost Password