নকল জুস পান করে দুই শিশু অসুস্থ

নকল জুস পান করে দুই শিশু অসুস্থ

খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা সাহাপাড়ায় ‘মাদার ফ্রুটি’ নামক নকল জুস খেয়ে দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে অচেতন অবস্থায় শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।শিশু দু’টি হচ্ছে- সাহাপাড়া এলাকার ইসমাইল শেখের মেয়ে ইসরাত জাহান (৪) ও মিন্টু হাওলাদারের ছেলে ইব্রাহিম (৩)। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিশু দু’টি শনিবার বিকেলে ‘মাদার ফ্রুটি’ নামের নকল জুস খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে ফুলবাড়িগেট ফ্রেশ ক্লিনিকে নেওয়া হয়। কিন্তু সেখানে আসার পর ইসরাত অচেতন হয়ে পড়লে দ্রুত দু’জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

ইসরাতের পিতা ইসমাইল শেখ জানান, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। কোথা থেকে শিশুরা এই জুস পেয়েছে জানেন না। বাড়ির লোকজন অসুস্থ অবস্থায় তাদের হাতে এই জুস দেখতে পায়। তিনি বলেন, হাসপাতালে ভর্তির পর তাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password