আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই চেয়ারম্যান গ্রেফতার

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই চেয়ারম্যান গ্রেফতার
MostPlay

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ওই উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গেন্দু কাজী ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারী। রোববার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে শনিবার দুপুরে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গেন্দু কাজী ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এরই জেরে শুক্রবার রাতে ফজলুল হক ব্যাপারী তার সমর্থকদের নিয়ে লক্ষ্মীপুর বাজারে হামলা চালান। খবর ছড়িয়ে পড়লে গেন্দু কাজীর লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়। তারা বাজার ও আশপাশের এলাকার অর্ধশত দোকান ও ঘরবাড়িতে ভাঙচুর-লুটপাট চালায়।

 পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ১৫ জন। কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল জানান, ওই ঘটনায় এসআই আলী হোসেন বাদী হয়ে বিস্ফোরক ও পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগ এনে মামলা করেন। ঘটনায় দিন আটক আটজনকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া রোববার দুপুরে দুই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে তোলা হলে বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password