চুরির অভিযোগে গ্রেপ্তার ‘ক্রাইম প্যাট্রোল’ এবং ‘সাবধান ইন্ডিয়া’র দুই অভিনেত্রী

চুরির অভিযোগে গ্রেপ্তার ‘ক্রাইম প্যাট্রোল’ এবং ‘সাবধান ইন্ডিয়া’র দুই অভিনেত্রী
MostPlay

ভারতের অপরাধ বিষয়ক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ক্রাইম প্যাট্রোল’ এবং ‘সাবধান ইন্ডিয়া’। বাংলাদেশেও এই দুটি অনুষ্ঠানের ব্যাপক জনপ্রিয়। দীর্ঘদিন যাবত এই দুই অনুষ্ঠানের নতুন পর্ব দেখানো হচ্ছে না কারণ করোনার কারণে এই টিভি সিরিজ দুটির শুটিং বন্ধ আছে। সিরিজ দুটির নতুন পর্ব প্রচার না হলেও আবার এই সিরিজ দুটি উঠে এসেছে আলোচনায়। তবে এবার আলোচনা হচ্ছে ভিন্ন কারণে।

লক্ষাধিক টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের অপরাধ বিষয়ক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ক্রাইম প্যাট্রোল’ এবং ‘সাবধান ইন্ডিয়া’ খ্যাত দুই অভিনেত্রী। তারা হলেন সুরভি শ্রীবাস্তব (২৫) ও মহসিনা শেখ (১৯)। ‘ক্রাইম প্যাট্রোল’ ও ‘সাবধান ইন্ডিয়া’ ছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজে ভিনয় করতে দেখা গেছে এই দুই অভিনেত্রী কে। শুক্রবার (১৯ জুন) এই দুই অভিনেত্রীকে গ্রেপ্তার করে মুম্বাইয়ের অ্যারে থানার পুলিশ। মুম্বাইয়ের অ্যারে থানার পুলিশ জানিয়েছেন অর্থনৈতিক সংকটে পড়ার কারণেই এই দুই অভিনেত্রী চুরি করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অ্যারে কলোনির রয়্যাল পাম এলাকার একটি বাসায় বেশ কিছুদিন ধরে সুরভি ও মহসিনা পেইং গেস্ট হিসেবে থাকছিলেন। ওই বাসারই আরেকজন পেইং গেস্টের লকার থেকে সম্প্রতি ৩ লাখ ২৮ হাজার টাকা চুরি যায়। এ ঘটনায় থানায় টাকা চুরির অভিযোগ দায়ের করেন ওই নারী। তিনি অভিযোগ দায়েরের সময় সুরভি ও মহসিনার ওপর সন্দেহের কথা পুলিশের কাছে জানান। সিসিটিভির ফুটেজে সুরভি ও মহসিনাকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাইরে বের হতে দেখা যায়। এরপর গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দুই অভিনেত্রীকে। পুলিশের জিজ্ঞাসাবাদে ইতিমধ্যে তারা অপরাধ স্বীকার করেছেন। তাদের কাছ থেকে চুরি যাওয়া টাকার ৫০ হাজার উদ্ধারও করা হয়েছে। আদালতের নির্দেশে আগামী ২৩ জুন পর্যন্ত পুলিশের হেফাজতে থাকতে হবে তাদের।

মন্তব্যসমূহ (০)


Lost Password