তিউনিসিয়ার রাষ্ট্রপতি দেশটির প্রধানমন্ত্রীকে জনগণের সহিংস প্রতিবাদের কারণে বরখাস্ত করেছেন

তিউনিসিয়ার রাষ্ট্রপতি দেশটির প্রধানমন্ত্রীকে জনগণের সহিংস প্রতিবাদের কারণে বরখাস্ত করেছেন
MostPlay

কোভিড ইস্যুতে বিক্ষোভের জেরে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচেম মেচিচি বরখাস্ত হয়েছেন। সেইসাথে দেশটির রাষ্ট্রপতি পার্লামেন্ট স্থগিত করেছেন।

দেশটিতে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার জেরে অসংখ্য মানুষ রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ করেছিলেন।

তখনই রাষ্ট্রপতি কাইস সাইয়েদ ঘোষণা করেছেন যে, তিনি নতুন প্রধানমন্ত্রীর সহায়তায় এবার নিজেই দায়িত্ব নেবেন। তিনি আরও জানান যে তিনি দেশে শান্তি ফিরিয়ে আনতে চান।

রবিবার গভীর রাতে প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত করা হয়েছে এমন খবর পাওয়ার পর বিক্ষোভকারীরা উৎসব করতে থাকে।

এ প্রসঙ্গে মি. সাইয়েদ এক টেলিভিশন ভাষণে বলেন, "আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তিউনিসিয়ায় সামাজিক শান্তি ফিরে আসে এবং দেশকে রক্ষা করা যায়।"

অন্যদিকে রাজধানী তিউনিস ও অন্যান্য শহরগুলোয় হাজার হাজার মানুষ ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিক্ষোভ করে এবং "বেরিয়ে যাও" শ্লোগান দিয়ে পার্লামেন্ট ভেঙে দেয়ার আহ্বান জানায়। তারা ক্ষমতাসীন এন্নাহাদা পার্টির অফিসে হামলা চালিয়ে কম্পিউটার ভেঙে ফেলে এবং তুজেউর শহরে দলটির স্থানীয় সদর দফতরে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে রাষ্ট্রপতি সাইয়েদ বলেন, আমি সতর্ক করে দিতে চাই কেউ যদি অস্ত্র হাতে নেওয়ার কথা চিন্তা করে কেউ যদি একটা বুলেটও ছোঁড়ে তাহলে সশস্ত্র বাহিনী গুলি করেই তার জবাব দেবে,"

এদিকে কয়েকটি শহরে সংঘর্ষের ঘটনায় পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস ছোঁড়ে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

সাম্প্রতিক সপ্তাহে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। যা দেশটির নিম্নমুখী অর্থনীতির উপর অনেক  চাপ সৃষ্টি করছে ফলে জনগণও দিন দিন অস্থির হয়ে ওঠেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password