সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কেট খোলার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। সোমবার (৫ এপ্রিল) বেলা ১১টার পর শহরের সাহেব বাজার আরডিএ মার্কেটের সামনে বিভিন্ন দোকান মালিক ও কর্মচারিরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন।এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে দোকান খুলে দেয়ার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে লকডাউনের প্রথম দিনে রাজশাহীর রাস্তাঘাট অনেকটা ফাঁকা দেখা গেছে। জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য সব দোকানপাট বন্ধ ছিল। কঠোরভাবে লকডাউন মেনে চলতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়কে বাস না চললেও গুটিকয়েক রিকশা-অটোরিকশা ও সিএনজি চলতে দেখা গেছে।
নগরীর বিভিন্ন পয়েন্টে পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের উঠতে ও সামাজিক দূরত্ব মেনে চলতে নির্দেশনা দিচ্ছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। কোথাও যানবাহনে দুই-তিনজনের অধিক দেখলে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন পুলিশ।এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকী বলেন, ‘রোববার (৪ এপ্রিল) রাত থেকে মার্কেট ও গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। প্রথম দিনে মানুষকে সচেতন করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে অনুরোধ জানানো হয়েছে। তবে দ্বিতীয় দিন থেকে লকডাউন আরও কড়াকড়ি করা হবে।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন