তুফান ছবির জন্য ফারহান আখতারের পরিশ্রম

তুফান ছবির জন্য ফারহান আখতারের পরিশ্রম
MostPlay

তুফান ছবির শুটিং শুরুর আগে টানা আট মাস কঠোর প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন বলিউড তারকা ফারহান আখতার।

তুফান ছবির জন্য তাঁকে মোটা দেখানোটা জরুরি ছিল। তাই সপ্তাহে ছয় দিন পাঁচ ঘণ্টা করে ট্রেনিং করেছিলেন তিনি। ওই সময়ে তিন হাজার ক্যালরির বেশি খাবার খেতেন। তারপরও ওজন প্রত্যাশামতো বাড়ছিল না তার।

যেখানে জীবনে তাঁর ওজন কখনো ৭৪ কেজির বেশি বাড়েনি সেখানে হওয়া দরকার ছিল ৮৬ কেজি। এতো পরিশ্রমের পরও ৭৯–তে উঠে থেমে ছিল তার ওজন। সেখান থেকে ওজন ৮৬-তে নিয়ে আসার জন্য তাই অনেক কড়া পদক্ষেপ নিতে হয়েছিল। এই কঠিন কাজে তাঁর পাশে ছিল বক্সিং টিম, প্রশিক্ষক, ফিজিওথেরাপিস্ট যারা তার লক্ষ্য পূরণে সহায়তা করেছে।

তবে ভক্তদের উদ্দেশ্যে ফারহান আখতার বলেছেন, ‘আমার শরীর দেখে কেউ অনুকরণ করবেন না। ফিটনেস সব সময় ভালো। কিন্তু সব ক্ষেত্রেই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। অনেক তরুণ সিনেমার হিরো দ্বারা অনুপ্রাণিত হয়ে সে রকম শরীর বানানোর প্রয়াস করেন, যা একদমই ঠিক নয়।

কারণ শরীরগঠন হলো একটি বিজ্ঞান। কোনো ব্যক্তির শারীরিক গঠন অনুযায়ী কতটা ওয়ার্কআউট করতে হবে, কতক্ষণ ঘুমাতে হবে, কত পরিমাণ পানি খেতে হবে, ডায়েট—এ সবকিছু নির্ধারণ করা হয়। এক্সপার্টের দেখানো পথে আমাদের চলা উচিত। ট্রেনার আর পুষ্টিবিদ আমাদের সঠিকভাবে চালনা করতে পারেন।’


এদিকে ভয়াবহ করোনার কারণে হলে মুক্তি দিতে ব্যর্থ হলে ১৬ জুলাই ওটিটিতে মুক্তি পেয়েছে রাকেশ ওমপ্রকাশ মেহরার এই তুফান ছবিটি। এ ছবিতে ফারহান আখতার একজন বক্সারের ভূমিকায় আছেন।

ইতিমধ্যেই সারা ফেলেছে ফারহান আখতারের এই নতুন লুক টি। অনেকেই আগ্রহ দেখাচ্ছেন তুফান ছবিটি দেখার জন্য।

মন্তব্যসমূহ (০)


Lost Password