দেশে টিকার কার্যক্রম চলছে জোরেশোরে

দেশে টিকার কার্যক্রম চলছে জোরেশোরে

দিন দিন দেশে বেড়ে চলেছেই নিবন্ধনকৃত টিকা গ্রহীতার সংখ্যা। সেই সাথে টিকাদানকারী হাসপাতালগুলোতে বেড়েই চলেছে টিকাগ্রহীতাদের ভীড়। এর মধ্যে কেউ কেউ এসেছে প্রথম ডোজ টিকা নিতে, কেউবা দ্বিতীয় ডোজ নেবার জন্য। প্রথম ডোজ নিতে আসা মানুষরা পাচ্ছেন মডার্না টিকা, আর দ্বিতীয় ডোজ যারা নিতে আসছেন তারা ফাইজার অথবা অক্সফোর্ড এস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। তবে দ্বিতীয় ডোজ নিতে আসা অনেকেই মেসেজ না পেয়েই হাসপাতালগুলোতে ভীড় করছেন কবে তাদের টিকা দেওয়া হবে তা জানার জন্য। এই ক্ষেত্রে বেশ কিছু হাসপাতাল ঘুরে দেখা গেছে প্রতিটি হাসপাতালে নোটিশ লাগানো আছে যে, "মেসেজ ব্যাতীত ২য় ডোজ টিকার জন্য হাসপাতালগুলাতে ভীড় না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।"

উল্লেখ্য যে, আগামী ৮ আগষ্ট হতে আঠারো বয়সের সকলেই জাতীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে টিকা নিতে পারবেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে প্রতিদিন ৬০০ জন করে টিকার আওতায় আসবেন বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমন ও মৃত্যুহার কমাতে গণটিকাদান কর্মসূচির বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। দেশে প্রথমে টিকার সংকট থাকলেও বাংলাদেশ সরকারের কূটনীতিক সফলতায় দেশে আপাতত কোনো টিকার সংকট নেই।

মন্তব্যসমূহ (০)


Lost Password