ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ভয়ের কিছু নেই : জাহিদ মালেক

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ভয়ের কিছু নেই : জাহিদ মালেক
MostPlay

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চলতি মাসেই দেশে করোনা পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এ নিয়ে ভয়ের কিছু নেই। সতর্ক থাকলেই এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব। মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চীনা টিকা প্রয়োগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, করোনা টিকা বিষয়ে চীনের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।‌ খুব শীঘ্রই সিনোফারমের টিকা বাংলাদেশ পাবে।‌  আর চুক্তি হয়ে গেলে জুন মাস থেকে দেশে টিকা কার্যক্রম স্বাভাবিক হবে।

চীনের চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্ম থেকে বাংলাদেশ করোনাভাইরাসের দেড় কোটি টিকা কিনতে যাচ্ছে। বাণিজ্যিক চুক্তির আওতায় প্রথম চালানে সিনোফার্মের ৫০ লাখ টিকা জুনে বাংলাদেশে আসার কথা রয়েছে। তিন মাসে সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি টিকা কিনতে দুই পক্ষ তিনটি চুক্তি সইয়ের জন্য চূড়ান্ত করে ফেলেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password