বাংলাদেশে কোনো তালেবান বা জঙ্গিগোষ্ঠী নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে কোনো তালেবান বা জঙ্গিগোষ্ঠী নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
MostPlay

আজ ২৮ আগস্ট (শনিবার) সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশে তালেবানও নেই আর কোনো জঙ্গিও নেই। তবে দেশে অরাজকতা সৃষ্টিকারী কিছু বাহিনী ছাড়াও কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নাম জাহির করার জন্য দেশে অরাজকতা চালায়।

তবে সে সমস্ত সন্ত্রাসী বাহিনীর অরাজকতা তৈরির তেমন সামর্থ্য নেই। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো তালেবান নেই। তালেবানরা বিশেষ কিছু ক্ষমতাধর শক্তির হাত ধরে এসেছে। আর আফগানিস্তানের সাথে বাংলাদেশ এর ব্যাপক দুরত্ব থাকার ফলে আফগানিস্তান ইস্যুতে বাংলাদেশের উপর কোন প্রভাব পড়বেনা বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password