নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের মারধরে সৈয়দ আলী শেখ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মিঠাপুর ইউনিয়নের হলদাহ গ্রামের এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক ঐ গ্রামের মো. আজিজার শেখের ছেলে।
স্থনীয় সূত্রে জানা গেছে, সৈয়দ আলী পার্শ্ববর্তী লাহুড়িয়া ইউনিয়নের কামার গ্রামের নাসির শেখের জমিতে কাজ করেছিলেন। মজুরি বাবদ তার কাছে ১০০০ টাকা পাওনা ছিলেন। ২১ আগস্ট রাতে সৈয়দ আলী নাসির শেখের বাড়িতে তার পাওনা টাকা চাইতে যান। এ সময় নাসির তাকে পাওনা টাকা দিতে না চাওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে নাসির ও তার ছেলে মামুন শেখ, ইমন শেখ, নাজমুল শেখ ও প্রতিবেশী শফিকুল শেখ ধারালো অস্ত্র ও লাঠিসোটা, হাতুড়ি দিয়ে সৈয়দ আলীর শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
লোহাগড়া থানার (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়েছে। থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন